মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
অভয়নগর উপজেলার পার্শ্ববর্তী মধুরগাতী গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে বাড়ির পাশে খেলা করার সময় মধুরগাতী গ্রামের শফিকুল আকুঞ্জির শিশু পুত্র ইব্রাহিম আকুঞ্জিকে (৫) সাপে কামড় দেয়। স্কুলশিক্ষক বাবলুর রহমান জানান, পরিবারের সদস্যরা দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সন্ধ্যার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, শিশু ইব্রাহিম আকুঞ্জিকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। সাপের কামড়ে শিশুটির অকাল মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।