শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

ই-পেপার

সাংবাদিক ও সংবাদের শিক্ষানীয় বিষয়ের উপর আলোচ্য প্রতিবেদন – শফিকুল ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৩:২৪ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

অনেক গবেষণা,আলোচনাওপর্যালোচনার পর বিশ্ব বরেণ্য সাংবাদিকরা সংবাদ উপাদান নির্ণয়ের একটি সূত্র উদ্ভাবন করেছেন ৷ সূত্রটি হচ্ছে ‘5W and I H’ |সূত্রের ব্যাখায় বলা হয়েছে 5 W হচ্ছে What, Where, Who,WhenএবংWhy IH হচ্ছে How |অর্থাৎWhat,Where,Who,When,এবং WhyএবংHow এই ছয়টি হচ্ছে সংবাদ উপাদান ৷এই উপাদান ছয়টির বাংলা আভিধানিক অর্থ হচ্ছে — কি,কোথায়,কে,কখন,কেন এবং কিভাবে ৷ সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিককে এই ৬টি প্রশ্নের উত্তর আনতে হবে ৷

 

তাহলেই একটি সম্পূর্ণ সংবাদ রচনার উপাদান সংগৃহিত হবে এবং একটি পূর্ণাঙ্গ সংবাদ লেখা সম্ভব হবে ৷ নিজেকে প্রশ্ন করে সংবাদপত্র কর্মী সূত্রানুযায়ী ৬টি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন ৷নিজেকে তিনি এভাবে প্রশ্ন করতে পারেনঃ ১.কি ঘটেছে? ২.কোথায় ঘটেছে? ৩.কে বা কারা ঘটিয়েছে? ৪.কখন,কোন সময় ঘটেছে? ৫.কেন ঘটেছে এবং ৬.কেমন করে ঘটেছে ৷ পাওয়ার পর সংবাদ কর্মীকে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে এবং জবাব গুলো নিয়মানুযায়ী বিন্যস্তাকরলেই একটি সুন্দর সংবাদ তৈরী হয়ে যাবে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com