উল্লাপাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ক্লাবের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি এ.আর জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় এ.আর জাহাঙ্গীরকে আহ্বায়ক, দৈনিক করতোয়ার প্রতিনিধি নজরুল ইসলামকে সদস্য সচিব ও গ্লোভাল টিভির ময়নুল হোসাইনকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অপর সদস্যরা হলেন, দৈনিক সংগ্রামের রবিউল আলম, দৈনিক রূপালী বাংলাদেশের আবু বকর সিদ্দিক বাবু, একাত্তর টিভি ও দৈনিক গণমানুষের আওয়াজের রায়হান আলী ও দৈনিক এই বাংলার তুহীন আলম।
সভার শুরুতে প্রেস ক্লাবের পূর্বের কার্যকরী কমিটি ভেঙ্গে দেওয়া হয়। সদস্য সচিব নজরুল ইসলাম জানান, আগামী ৩ মাসের মধ্যে প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠনের ব্যবস্থা নেওয়া হবে।