পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের ২০১৬-সালের নির্বাচিত কমিটিকে পুনর্বহাল করা হয়েছে। সোমবার বিকাল ৪ টার সময় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে স্থায়ী সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৬-সালের নির্বাচিত কমিটিকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কমিটিতে আজিজুর রহমান শাহীন সভাপতি এবং এস এম ফজলুর রহমান সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি আব্দুল মান্নান টিপু, আলহাজ্ব আব্দুল্লাহ আল ওমর খাঁন সুমার, হাসানুজ্জামান, সহ-সাধারন সম্পাদক সেলিম সরদার, ওয়াহেদ আলী সিন্টু, ওহেদুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম সেলিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মেহেদি হাসান, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম রিংকু ও সমাজকল্যাণ সম্পাদক শহীদুল্লাহ খাঁন। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-মোস্তাক আহমেদ কিরণ, এস এম রাজা ও খোন্দকার মাহবুবুল হক দুদু।