শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

রাস্তা পারাপারের সময় পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হানিফ পরিবহনের বাস চালক নিহত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ

গাইবান্ধা পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বন্দর সরকার ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় হানিফ পরিবহনের চালক আসাদ মিয়া (৪৫) নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়  গাইবান্ধা থেকে রাত সাড়ে ১১টায় ছেড়ে আসা হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৭১৭৫) পলাশবাড়ী কাউন্টারে যাত্রী উঠিয়ে ঢাকা অভিমুখে রওনা দেয়। পথিমধ্যে ২১ জুলাই সাড়ে বারটার দিকে চালক আসাদ মিয়া (৪৫) পৌরশহরের দক্ষিণবন্দর সরকার ফিলিং স্টেশনের সামনে গাড়িটি দাঁড় করান। গাড়ি থেকে নেমে পশ্চিম পার্শ্বে পেট্রোল পাম্পে যাওয়ার সময় ঢাকা থেকে রংপুর অভিমুখী অজ্ঞাত নৈশকোচের ধাক্কায় মাথায় গুরতর আঘাত পেয়ে প্রায় ২০ হাত দূরে ছিটকে পড়েন। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত আসাদ মিয়া’র বাড়ি ঢাকার আমিনবাজার এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর