বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলার শাখার ত্রি-বার্ষিক মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকার সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা কার্যালয়ে উক্ত কমিটি গঠিত হয়।
এম.ওয়াহেদ আলী কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ শফি উদ্দিন মিয়া এর সভাপতিত্বে সমিতির সদস্য ভুক্ত সকল প্রতিষ্ঠান প্রধানের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্যবিলুপ্ত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা গোলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাগরপুর যদুনাথ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক(ভার) আরেফিনা আক্তার মিতু।পরে সমিতির সদস্যভুক্ত সকল প্রতিষ্ঠান প্রধানগণ অতি দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করেন।
আজকের এই কমিটি গঠন অনুষ্ঠানে ধুবড়িয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ছানোয়ার হোসেন, লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আজিম মিয়া, প্রভাতী আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ শরিফুল মোল্লা মানিক, প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক নূর মোহাম্মদ পলাশ, মর্নিংডিউ কিন্ডারগার্টেনের পরিচালক মাহবুবা আক্তার, জয়ভোগ পাবলিক কিন্ডারগার্টেনের পরিচালক মো: নজরুল ইসলাম, সূর্য আইডিয়াল স্কুল কাঠুরি শাখার প্রধান শিক্ষক অজিফা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট কিন্ডারগার্টেনের পরিচালক মো: আলী হাসান, মো: পলাশ হোসেন, ন্যাশনাল একাডেমীর পরিচালক মোঃ সবুজ হোসেন, শেখ আব্দুর রউফ একাডেমিক স্কুলের পরিচালক মো: আমিনুল ইসলাম, দারুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মো: ইকবাল কবির, মামুদনগর কিন্ডারগার্টেনের পরিচালক আনন্দ সূত্রধর সহ সমিতির সদস্য ভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান প্রধান গণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।