শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে শ্রমিকদলের আনন্দ মিছিল

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ৯০ এর স্বেরাচারী আন্দোলনের সাহসী ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনের জনপ্রিয় কর্মীবান্ধব নেতা রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে নব গঠিত শ্রমিক দলের বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নাগরপুর মহিলা কলেজের সামনে থেকে শ্রমিক দলের ব্যানারে এ আনন্দ মিছিল বের করা হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ সকল মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পায়।
বিশাল আনন্দ মিছিলটি বের হয়ে শহরে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবিউল আওয়াল লাভলুর বাস ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপজেলা বিএনপির সহ-সভপতি নিয়ামত আলী সুইট, সাংগঠনিক সম্পাদক মো, রফিজ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ খান ফারুক, যুবদলের (ভারঃ) আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহবায়ক মো. ইকবাল কবীর, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সাধারন সম্পাদক গোলাম  মওলা মোস্তাফা, সহ-সভাপতি আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম সরকার, মো. নুরুজ্জামান রানা, ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিকীসহ যুবদল, শ্রমিকদল, তাঁতী দল ও ওলামা দলের  নেতাকমীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর