রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় বঙ্গবন্ধুর স্বাধীনবাংলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাএ-ছাএীদের চলাচলের দীর্ঘ কয়েক বছর যাবত মালবাহী ট্রাক চলাচলের কারনে নস্ট হয়ে গেছে। বিদ্যালয়ের ১৮০ জন প্রতিবন্ধী ছাএ-ছাএীদের বহনকারী দুটি অটো গাড়ি চলতে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। বৃষ্টির পানিতে রাস্তাটির মাঝে মাঝে গর্ত হয়েছে যার কারনে চলাচলকালীন প্রতিবন্ধীদের গাড়ি দুর্ঘটনা হতে পারে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট শামিম জাহাঙ্গীর জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন যে, “সমাজে পিছিয়ে পড়া অসহায় ,অবহেলিত, গরীব, অসুস্থ প্রতিবন্ধী ছাএ-ছাএীর দিকে তাকিয়ে মানবিক বিবেচনায় আল্লাহর নামে রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করবেন। তিনি আরো বলেন, আল্লাহ দরবারে প্রতিবন্ধীরা এজন্য আপনাদের জন্য দোয়া করবে।”