শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় চলনবিলের আলোর ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ

দেশ,মাটি ও মানুষের কল্যাণে কথা বলে এই স্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহরের হান্ডিয়াল থেকে প্রকাশিত সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। “দেশ, মাটি ও মানুষের কল্যাণের কথা বলে” এই শ্লোগান নিয়ে ইংরেজি ২০১০ সালের ১৪ই এপ্রিল, বাংলা শুভ নববর্ষে এমনই রৌদ্র ঝলমল সোনালী সকালে আশা আকাক্সখার প্রতিচ্ছবি নিয়ে পাঠকের হাতে পৌছায় সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ১ম সংখ্যা। সেই থেকে সূচনা। পত্রিকাটি হাটি হাটি করে এখন একযুগ শেষ করে ১৩ তম বর্ষে পদার্পন করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) সন্ধায় স্বাস্থ্য বিধি মেনে “চলনবিলের আলো বার্তা বিভাগের আয়োজনে অষ্টমনিষা চলনবিলের আলোর বার্তা কক্ষের অফিসে কেক কাটা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক রায়হান আলীর পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল হাই সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার এসআই মো: মুরাদ হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আকতার হোসেন, অষ্টমনিষা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মজির হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: জহির আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চলনবিলের আলোর ব্যবস্থাপনা সম্পাদক মো: সোহেল রানা জয়, আমার সংবাদের ভাঙ্গুড়া প্রতিনিধি মো: ইকবাল হোসেন, চলনবিলের আলোর ভ্রাম্যমান প্রতিনিধি মেহেদি হাসান রানা, স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার মো: মিজান আলী, সাংবাদিক গোলাম কিবরিয় উজ্জল, সাংবাদিক কাওছার আলী, সাংবাদিক আল-আমিন, সাংবাদিক গোলাম রাব্বি, সাংবাদিক আখিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন পত্রিকাটির বার্তা সম্পাদক মো: সিরাজুল ইসলাম আপন ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর