রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

পলাশবাড়ীতে শ্রমজীবি সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বাদল প্রধানের ইন্তেকাল- দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২০, ৮:১৫ পূর্বাহ্ণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের পেশাজীবি শ্রমজীবি সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মরহুম বাদল প্রধানের(৫০) নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। গত শনিবার বিকেলে ব্রেইন ষ্ট্রোকে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।পরদিন রোববার রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পৌরশহরের জামালপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা শওকত আলী প্রধানের দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা,১ছেলে ২ মেয়ে, স্ত্রী, ভাই-বোন, সহকর্মি,বন্ধু-বান্ধব আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

সোমবার সকালে বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রথম এবং জামাল পুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে শ্রমজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com