শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে সংবাদ প্রকাশের পর সাংবাদিকের উপর হামলা ও মামলা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৮:২১ অপরাহ্ণ

পাবনার চাটমোহর সংবাদ প্রকাশে খুব্ধ হয়ে দুই দিন পর (১৩ মার্চ) রবিবার সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম (রনি) ও সোহেল রানা জয়কে রাস্তায় পেয়ে হত্যার উদ্দেশে মারপিট করে একদল মাটি খেঁকো সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিকরা সন্ত্রাসীদের কবল থেকে রক্ষাপেতে ফোন করেন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে। পুলিশ ঘটনা স্থানে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। সাংবাদিক অভিযোগ দিতে চাইলে পুলিশ কালখেপন করে। এসময় মাটি ব্যবসায়িরা সাংবাদিকদের আপস মিমাংসার প্রস্তাব দিলে সাংবাদিকরা তা প্রত্যাখান করে। এর পর নিজেদের বাচাতে শুরু হয় কালপনিক নাটক। নাটকে সাংবাদিকদের ওপর হামলা কারি সন্ত্রাসীর গুরুপ লিডার প্রভাবশালী মাটি ব্যবসায়ি মোঃ সোনাবুল্লা তার অপকর্মের দুই হাতিয়ারকে সাক্ষি করে নিজে বাদি হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ১৪ মার্চ রাত ২ টার দিকে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

উল্লেখ্য, সাংবাদিক রফিকুল ইসলাম (রনি) সাপ্তাহিক ও অনলাইন চলনবিলেল আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জাতীয় প্রতিদিনের সংবাদ, ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার চাটমোহর প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সম্পতি চাটমোহর সংবাদদাতা এবং সাংবাদিক সোহেল রানা জয় সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দীর্ঘ দিন সুনামের সাথে কাজ করে আসছে।

জানাযায়, শুক্রবার (১১মার্চ) সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকায় “ চাটমোহরে সরকারি ও ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির মহাউৎসব” শিরোনামে সংবাদ প্রাকাশিত হয় এবং মাটি কাটা বন্ধ হয়ে যায়। এক দিন পর অজানা কারণে পুনরায় মাটি কাটতে শুরু করে তারা। রবিবার (১৩মার্চ) বিকেলে মটর সাইকেল যোগে সাংবাদিক রফিকুল ইসলাম রনি ও সোহেল রানা জয় বাঘলবাড়ি রাস্তা হয়ে বাড়ি ফিরবে এ সংবাদ পেয়ে হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস্কেভেটর (ভেকু) ব্যবসায়ি মোঃ আব্দুল মতিনের নির্দেশে মাটি ব্যবসায়ি মোঃ সোনাবুল্লা তার সহযোগি মাসুদ, জহুরুল ইসলাম, ওসমান গণিসহ ১০-১২ জন চাটমোহর উপজেলার হান্ডিয়ার ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে রাস্তায় অপেক্ষা করে। সাংবাদিকরা বাঘলবাড়ি আসা মাত্র তাদের মটর সাইকেল থামিয়ে হত্যার উদ্দেশে মারপিট করে এবং বলতে থাকে আমাদের বিরুদ্ধে নিউজ করার সাধ মিটিয়ে ফেলবো।

এলাকাবাসি বলেন, সোনাবুল্লার খুব বিপদ জনক তার বিপক্ষে আমরা কিছু বললে ঝি বিটি নিয়ে এলাকায় বসবাস করা আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে।

এ বিষয়ে পাবনা প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম মোঃ ফজলুল হক বলেন, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের উপর হামলা ও মামলা বিষয়টা খুবই দু:খজনক। দূত এ মিথ্য মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর