বাংলাদেশ মফ¯^ল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরিশাল জেলা কমিটি পূণর্গঠন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন।
ভার্চুয়ালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান ও সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা। সভায় বরিশাল জেলা শাখার সাবেক সম্পাদক মরহুম মোশারফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করা হয়।
পূণগঠন করা জেলা কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। নবগঠিত কমিটিতে শেখ শামিমকে সভাপতি ও মো. আফছার উদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক, মারুফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একবছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন, কাজী জাহাঙ্গীর, আহমেদ রনি ও তালুকদার মাসুদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুয়েল রানা, জসিম উদ্দিন, অলিউর রহমান ও কামাল হোসেন। দপ্তর সম্পাদক বেলাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন বায়েজিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক মেহেদী তামিম। একইসাথে পদাধিকারবলে জেলার প্রতিটি উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটির সদস্য করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন