লিপু খন্দকার, কুমারখালি ( কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালী থানা কম্পাউন্ডের মধ্যে শোভাবর্ধন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ যুগ পর কুমারখালী থানার অভ্যন্তরে শুরু হয়েছে ব্যাপক পরিবর্তন।
ওসি মোঃ মজিবুর রহমান বলেন শোভাবর্ধন পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্য দৃষ্টিনন্দন পার্ক নির্মানাধীন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করা হয়েছে যাকিনা বিভিন্ন চাহিদা মেটাতে সাহায্য করবে।
আজ সকালে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখিত বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন। এসময় কাঙাল হরিনাথ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, থানার বিভিন্ন কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।