শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের ভিন্নমত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২০, ৯:০৮ অপরাহ্ণ

খবর বিজ্ঞপ্তির:
সাতক্ষীরা ভিশন, bbcsatkhira নামক অনলাইনে প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করেছেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি সভাপতি ডা: দবির উদ্দিন।
তিনি জানান, “সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি একটি মানবাধিকার সংস্থা ও এনজিও। ইহা প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি  পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু লক্ষ্য করা গেছে কিছু স্বার্থান্বেষী মহল সংস্থার কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে সংস্থাকে হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২২ শে জুন Bbcsatkhira এবং ২৪শে জুন সাতক্ষীরা  ভিশন, অনলাইন নিউজ পোর্টাল (সরকারি অনুমোদনহীন) আমাদের সাথে যোগাযোগ না করে একতরফা ভাবে সংস্থার নাম হেড লাইন করে  সংবাদ প্রকাশ করে। সংস্থা  এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উল্লেখ্য সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী সংস্থার কোন সদস্য যদি কোন রাষ্ট্র বা সমাজ বিরোধী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার কোন দায়ভার সংস্থা গ্রহন করবে না।
সাতক্ষীরা ডিবি পুলিশ শ্যামনগর থানায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১।মো. রেজাউল ইসলাম (২৫) পিতা: মো. লুতফর তরফদার ২।ইবরাহিম খলিল (২০) পিতা: মো. আবু মুসা ৩।মো মারুফ হোসেন/সাগর (১৯) পিতা: মো মনিরুজ্জামান ৪। মো. আবু সাঈদ গাজী (২০) পিতা: মো মিজানুর রহমান ৫। মো সজিব হোসেন (১৯) পিতা: মো জহিরুল ইসলাম ৬। শান্তনু মন্ডল রাজু (২১) পিতা হরিপদ মণ্ডল কে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ৬নং আসামীর রেফারেন্স উল্লেখ করে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির নামে নিউজ হেডিং তৈরি করা হয়। ১থেকে ৫ নং আসামীদের বাদ দিয়ে ৬ নং আসামীকে রেফারেন্স করে সংস্থার নামে নিউজ হেডিং করা কুমতলব প্রকাশ পায় যা হলুদ সাংবাদিকতার শামিল। আর কোন ব্যক্তি অপরাধ করলে সেটা তার সংস্থার উপর দায়ভার বর্তায় না।কৃত অপরাধের জন্য সেই ব্যক্তিকেই জবাবদিহি করতে হবে, সংস্থাকে নয়।
সুতরাং উক্ত সংবাদ প্রকাশের কোন যৌক্তিকতা নেই। যদি ভবিষ্যতে সংস্থাকে জড়িয়ে এমন কোন সংবাদ প্রকাশ করা হয় তাহলে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রকাশকসহ সম্পাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর