শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

লামার ফাইতং এ ১২শ অসহায় পরিবার পেল ত্রাণ সামগ্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২০, ৮:৪৮ অপরাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি :

দেশে চলমান মহামারী করোনা ভাইরাস (কভিড -১৯) মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ইউনিয়নের ১২০৫ জন পরিবার পেল ত্রাণ সামগ্রী। রোববার (২৮ জুন,২০২০ ইং) সকালে ইউনিয়ন পরিষদে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যসূতিতে অংশ নেন ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি। এতে অন্যান্যদের মাঝে অংশ নেন ইউপি সদস্য মুহাম্মদ শহিদুল্লাহ মিন্টু ও মেম্বারগণ,ইউনিয়ন আওয়ামিলীগের নেতা-কর্মীরা।

 

উল্লেখ্য, এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বলেন, দেশে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১২০৫ জন পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাউল, ৭৫০গ্রাম করে পেঁয়াজ বিতরণ করা হয়। তিনি আরও বলেন,করোনা সংকটের কারণে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বর্তমান সরকার।

 

এর অংশ হিসেবে আজও করোনা ভাইরাস (কোভিড -১৯) মোকাবিলায় এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ত্রাণ সামগ্রী) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের আওতায় বান্দরবান জেলা প্রশাসনের মাধ্যমে প্রেরণ করা ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর