নাঈম ইসলাম বাঙালি (তাড়াইল)কিশোরগঞ্জ:
বিশিষ্ট কবি ও সাংবাদিক ছাদেকুর রহমান রতন ও তার সহকর্মীগণকে নিয়ে তাড়াইল উপজেলার অসহায় পরিবারদের কাছে পৌঁছে দিয়েছেন তার ঈদের উপহার সামগ্রী।
জানা যায়, করোনা চলাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত তাঁরা অসহায়দের পাশেই রয়েছেন একজন মানবতা কর্মী হিসেবে। কবি ও সাংবাদিক ছাদেকুর রহমান রতন তার এই মহৎ কাজের জন্য তিনি করোনা যুদ্ধা উপাধিতে ভূষিত হয়েছেন।
ঔ দিন তাঁরা মোট ৬ টি গ্রামে শুধু দুস্ত অসহায়দের কে চিহ্নিত করে মোট ১৬৭ টি পরিবারকে এই ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। গ্রামে প্রত্যাক মানুষ তার এই মানবিক কাজের জন্য তার মঙ্গল কামনা করছে।
তাদের পক্ষ হতে,
তাড়াইলের বেলংকাঃ- ২৭
বোরগাঁওঃ-৬৪
ছনাটিঃ- ৪০
পূর্ব জাওয়ারঃ-১০
পশ্চিম জাওয়ারঃ-১৯
সাচাইলঃ-৭
এই মোট ৬ টি গ্রামে তাঁরা একদিনে ১৬৭ টি পরিবারকে ঈদ উপহার সামগ্রী তুলে দিতে বাধ্য হয়েছেন।