নওগাঁর সাপাহারে কর্মরত সকল সাংবাদিকদের সাথে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সাপাহার থানা পুলিশ আয়োজিত অফিসার ইনচার্জ (ওসি)’র অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় গরু কসাই দের নিকট হতে নিরাপদ ও ভালো মাংস পাওয়া লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, জেলা পরিষদের সদস্য ফাইমা বেগম,সাপাহার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, প্রচার সম্পাদক নাজমুল হক সনি, সদস্য সাদেক উদ্দিন,মমিন হসেন, আবুজার হোসেন, সাপাহার উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আদম আলী, মডেল প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তসলিম উদ্দিন, সহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।