নওগাঁর সাপাহারে ‘অগ্রযাত্রার ১ দশক” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দৈনিক আমার সংবাদ পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার বিকেলে সাপাহার প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদ সাপাহার উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিকের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে কেক কর্তন মধ্য দিয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ ও নার্গিস সরকার, থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আল মাহমুদ,
এ সময় প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা, প্রচার সম্পাদক নাজমুল হক সনি, সাংবাদিক সাদেক উদ্দিন, জুয়েল রহমান, মরিয়ম বেগম, মাসুদ রানা, এনামুল হক, রনি, আব্দুল মমিন খান, আবুল হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন