বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১২ই ফেব্রুয়ারি) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অত্র সংগঠনের সভাপতি এবি সিদ্দিক খসরু’র সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা নান্দাইল শাখার সভাপতি মো. ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মহিলা সাংবাদিক আরএন শ্যামা, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক শাহজাহান ফকির, আবু হানিফ সরকার, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে এবি সিদ্দিক খসরু (দৈনিক স্বদেশ প্রতিদিন) সভাপতি, মো. মঞ্জুরুল হক মঞ্জু (দৈনিক মানবকন্ঠ) সাধারণ সম্পাদক, মোঃ আজিজুল হক (দৈনিক মহা সময়) সাংগঠনিক সম্পাদক ও মো. রফিকুল ইসলাম মোড়ল (সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার) কে অর্থ সম্পাদক নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য ঘোষনা করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন