শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

সাতক্ষীরায় প্রথম করোনায় ১ জনের মৃত্যু নতুন ৯ জনসহ মোট আক্রন্ত ১৫৫ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২০, ৬:৩১ অপরাহ্ণ

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। সাতক্ষীরায় সরকারি হিসাব মতে করোনায় এটায় প্রথম মৃত্যু সাতক্ষীরায়। মৃত ব্যক্তির নাম অনিল বিশ্বাস (৬৮) তার বাড়ি দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর এলাকায়। গত ২২ জুন বিকেলে শ্বাসকষ্ট নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওইদিন রাতে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ২৩ জুন বেলা ১১টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্য বিধি অনুসরণ করে তার মরদেহের সৎকার করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়।

 

শুক্রবার তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। তবে জেলায় করোনার উপসর্গ নিয়ে এপর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও হটাৎ করেই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত ১হাজার ৮৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ১হাজার ৪৩৯ জনের রিপোর্ট এসেছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর