এস এম সোহাগ রানাঃ
তালা সাতক্ষীরা প্রতিনিধি মহামারী করোনা ভাইরাস প্রার্দুভাব বেড়ে যাওয়ায় দিন দিন নিম্ম আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পরচ্ছে।এর মধ্যে আবার প্রকৃতির নিরমর্ম পরিহাস দুর্যোগ ঘূর্ণিঝড় আম্পানে কারনে কৃষি খাতে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয় তালা উপজেলা সহ সাতক্ষীরা জেলার কৃষকেরা। এরই মাঝে তাদের মধ্যে সহযোগিতা হাত বাড়িয়ে দিল অগ্রগতি সংস্থার (এনজিও) ।(২৬শে জুন )সাতক্ষীরা জেলার তালা উপজেলা অগ্রগতি সংস্থার সহযোগিতায় তালা ইউনিয়ন পিস ক্লাবের উদ্যােগে অসহায় পরিবারের মাঝে মাস্ক ,সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তালা ইউ এন এ স্যার ইকবাল হোসেন, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন তালা সদরের মেম্বার কল্লোল, আরও উপস্থিত ছিলেন পিস ক্লাবের সভাপতি সাব্বির হোসেন,সাধারণ সম্পাদক নূরনবী, মীর জাকারিয়া জিকু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তারা করোনার মহামরি মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা,বার বার সাবান দিয়ে হাত ধোয়া,অপ্রয়োজনে বাড়ির বাহিরে না যাওয়া জন্যে অনুরোধ করেন