শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

এমনই হওয়া উচিত নির্বাচন: চিত্রনায়িকা রত্না

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ

অভিযোগ–পাল্টা অভিযোগ, এরপরও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে।

নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, দুপুরের বিরতির আগপর্যন্ত ১৩৭ জন ভোটার ভোট দিয়েছেন। বিরতির আগে হঠাৎ নিপুণ তার বিরোধী প্যানেলের জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট সংগ্রহের অভিযোগ করেন। এরপর জায়েদও জানান, নিপুণের প্যানেলের একজন প্রার্থী টাকা দিয়ে ভোট সংগ্রহ করছেন।

আজ সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। মোট ভোটার ৪২৮ জন। নিপুণ বলেন, ‘তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার মধ্যে কোনো চাপ অনুভব হচ্ছে না। শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণের প্রতিদ্বন্দ্বী গত দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।’ তবে সেটা নিয়ে মোটেও বিচলিত নন নিপুণ। জানালেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত!

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুই প্যানেলের দুই সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগরকে দেখা গেল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। ভোটের লাইনের পাশে দাঁড়িয়ে একসঙ্গে খোশগল্প করতে দেখা গেল তাদের। গল্পের ফাঁকে ফাঁকে ভোটও প্রার্থনা করছিলেন দুজন। চিত্রনায়িকা রত্না বলছিলেন, ‘এমনই হওয়া উচিত নির্বাচনে। কারণ, আমরা একই পরিবার। ভোট শেষে আমরা সবাই এক, একই আঙিনার মানুষ।’

এ সময় গণমাধ্যমকে উদ্দেশ করে ইলিয়াস কাঞ্চন এমন কথা বলেন। তিনি বলেন, ‘ভোট কীভাবে করতে হয়, প্রার্থীদের আচরণ কেমন হবে, তা আমাদের দুই সভাপতি প্রার্থীর আচরণে বলে দিচ্ছে। একজন আরেকজনকে ধাওয়া করে, গুলি করে, কিন্তু আমরা শিল্পী আমাদের মধ্যে এসব নেই। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, এটাই শিল্পীদের পরিচয় দেয়।’

এ সময় মিশা সওদাগর বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে নির্বাচন করতে পেরে আমি সম্মানিত। তিনি অত্যন্ত ভালো মানুষ, ভালো অভিনেতা। তবে আমি জয়ের ব্যাপারে ৬০ ভাগ আশাবাদী।’

মিশা সওদাগর ৬০ ভাগ আশাবাদী বলার পরিপ্রেক্ষিতে কাঞ্চন হাসিমুখে বলেন, ‘শিল্পীরা সবাই খুব ভালো অভিনয় করে। যারা ভালো অভিনয় করে, তাদের ব্যাপারে আগেই কিছু বলতে চাই না। আমি ভোটের ফলাফলে বিশ্বাসী।’

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর