বিয়ে করলেন এই সময়ের তরুণ প্রজন্মের কন্ঠশিল্পী রাসেল মৃধা। কনের নাম তন্নি মল্লিক। গত ১২ এপ্রিল রাসেল ও তন্নি মল্লিকের বিবাহ সম্পন্ন হয়। কনের বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামের মোঃ আবু সাইদ মল্লিক এর মেয়ে। কনে ২০২১ সালে ফরিদপুর পৌর মহিলা কলেজ এ এইচ এস সি পাশ করেছেন। রাসেল ও তন্নি মল্লিকের বিয়ে সম্পন্ন হয়েছে ফরিদপুরের দেওভোগ গ্রামের কনের বাড়িতে দুই পরিবারের আয়োজনে। বিয়ে প্রসঙ্গে রাসেল মৃধা বলেন, ‘পারিবারিক মতামতের উপর গুরুত্ব দিয়েছি। আত্মীয় স্বজন চেয়েছেন তাই বিয়েটা সেরে ফেললাম। অচিরেই আনুষ্টানিকভাবে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন হবে পরিচিতজনদের নিয়ে। উল্লেখ্য, আরটিভি আয়োজিত বাংলার গায়েন ২০২১ চাম্পিয়ন হন রাসেল মৃধা। আর টিভি বাংলার গায়েন হয়ে আসার পরে সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা “লাল শাড়ি”তে একটি গান ইতিমধ্যে রিলিজ হয়েছে। এবার ঈদ উপলক্ষে স্বনামধন্য জী সিরিজের ব্যানারে আরও দুটি গান আসছে “প্রেমের কারাগার” ও বিরহ অনল” এছাড়াও তার সুর ও কন্ঠে আরেকটি মৌলিক গান রাসেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে রিলিজ হচ্ছে, গানটি হল “নগদ দিলে জগত আপনার”। রাসেল মৃধা পাবনা জেলার চাটমোহর উপজেলার দোলং গ্রামের মৃত সবুর মৃধা’র ছেলে। রাসেল সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তারা সুখে-শান্তিতে নতুন জীবন কাটাতে পারেন।