শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৬:৩১ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরায় শুক্রবার সকালে পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন পথচারী ও তিনজন ব্যবসায়ীর কাছ থেকে এ জরিমানার টাকা আদায় করেছেন জেলা প্রশাসনের চৌকস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।

এছাড়া নগরীর রূপাতলী, সদর রোড, পুলিশ লাইন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যাপক সচেতনতা সৃষ্টির পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। অভিযানে আইনশৃক্সখলা রক্ষার দায়িত্ব পালন করেন র‌্যাব-৮ এর সদস্যরা। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান, জনস্বার্থে ও করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং নির্মূল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর