১৮ বছরের দাম্পত্যের ইতি টেনে সোমবার রাত ১১টায় স্ত্রী ঐশ্বর্যার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার ধনুষ। টুইটে ধনুষ লিখেছেন, ‘১৮ বছর ধরে একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা কেবলই একে অপরের সঙ্গ দেওয়ার, বোঝার ও বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো এবং তারই সঙ্গে মিলেমিশে যাওয়ার দিন ছিল। আজ এই মুহূর্তে আমরা দু’জনে এমন জায়গায় দাড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাটব। স্বতন্ত্র ভাবে নিজেদের চেনার জন্য সময় নেব। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন । এই মুহূর্তে এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।’
গায়িকা এবং পরিচালক ঐশ্বর্যাও ইনস্টাগ্রাম প্রোফাইলে এই একই বিবৃতি পোস্ট করেছেন। নীচে লেখা, ‘আলাদা করে আর মন্তব্যের প্রয়োজন নেই। কেবল আমাদের ভালবাসার প্রয়োজন।’
২০০৪ সালের ১৮ নভেম্বর ধনুষের সঙ্গে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যার বিয়ে হয়। যাত্রা এবং লিঙ্গা, নামের দুই পুত্রসন্তানের অভিভাবক তারা। বড় ছেলের জন্ম ২০০৬ সালে এবং ২০১০ সালে ছোট ছেলের জন্ম দিয়েছেন ধনুষ-ঐশ্বর্যা।
#চলনবিলের আলো / আপন