সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশি চাচাকে ফাঁসাতে থানায় মিথ্যা ইফটিজিং এর অভিযোগ দিয়েছে।ঘটনাটি নগরঘাটায় দক্ষিনপাড়ায় ঘটেছে।যানযায় নগরঘাটা দক্ষিনপাড়া গ্রামের মাজেদ শেখের ছেলে তহিদুজ্জামানের সাথে দীর্ঘ দিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো,বিষয়টি নিয়ে গত বুধবার সকালে কথাকাটাটির হয় একই গ্রামের কুয়েত প্রবাসী রুহুল কুদ্দুসের ছোট ছেলে সুফিয়ানের সাথে। এসময় উভয় পক্ষ শুধু কথাকাটাকাটি হয়। বিষয়টি নিয়ে মাজেদের ছেলে তহিদুজ্জামান ক্ষিপ্ত হয়ে প্রতিবেশি ভাই সুফিয়ানকে ফাসাতে নিজের মেয়ে সুমাইয়াকে দিয়ে মিথ্যা ইফটিজিং এর অভিযোগ করায় পাটকেলঘাটা থানায়।
বিষয়টি পাটকেলঘাটা থানার এস আই শাহাদাৎ হোসেন তদন্ত করছেন। উল্লেখ্য তহিদুজ্জামান এর কন্যা সুমাইয়া গত বছর একই এলাকার এক ছেলের দ্বারা ধর্ষনের অভিযোগ করে। পরে ৪০ হাজার টাকা নিয়ে সেই অভিযোগ তুলে নেয় এবং মিমাংসাও করে নেয়। এছাড়াও চলতি মাসের ১ তারিখে সুমাইয়া যশোর জেলার মনিরামপুর উপজেলার জাহিদ নামের এক ছেলের সাথে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার একদিন পর এই সুমাইয়াকে বাড়ীতে ফেরত আনা হয়।
এদিকে নিজেদের ভিতর জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাসানোর জন্য প্রতিবেশি চাচার বিরুদ্ধে থানায় ইফটিজিং এর অভিযোগ দেওয়ায় বিষয়টি এলাকায় মুখরোচক হয়ে উঠেছে, মেয়েটির একাথিক এহেন কার্যকলাপে সচেতন মহল সহ এলাকাবাসি উদ্ভিগ্ন এর সুষ্ট তদন্ত সাপেক্ষ দোষীদের শাস্তি কামনায় পুলিশ সুপারের হস্হক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী যুবক ।