মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরের ঝিকরগাছায় শত্রুতা করে বৃষ্টির পানি প্রবাহের পথ বন্ধ করায় জলাবদ্ধতায় আটকে পড়া পরিবারটি অবশেষে বাঁকড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালার হস্তক্ষেপে মুক্ত হয়েছে। উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী গ্রামের পূর্ব পাড়ায় ইয়াছিন আলীর পরিবারটি সাত দিন ধরে জলাবদ্ধতায় আটকে ছিল। আজ সকালে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জলাবদ্ধ পানি নিষ্কাষনের ব্যবস্থা করে পরিবারটি মুক্ত করেন। জলাবদ্ধতায় আটকে থাকা ইয়াসিন আলীর স্ত্রী শরিফা খাতুন জানান, বর্ষাকালে তাদের উঠানের পানি দীর্ঘদিন ধরে মাখন দাসের আম বাগান দিয়ে নেমে যেত।
গত বছর মাখন দাস তার আম বাগানে মাটি ফেলে উচুঁ করায় পানি সেখান দিয়ে যেতে পারে না। এরপর এ বাড়ির পানি ইসলাম হোসেনের আম বাগানের ড্রেন দিয়ে নিষ্কাষন হতো। কিন্তু কিছুদিন আগে ইসলাম হোসেন শত্রুতা করে তার আম বাগানের পানি নিষ্কাষনের ড্রেনটি জন্য বন্ধ করে দেন। এতে করে পরিবারটি টানা কয়েক দিনের বৃষ্টিতে উঠানে হাটু সমান পানি জমে জলাবদ্ধতায় আটকে পড়ে। গত এক সপ্তাহ ধরে পরিবারটি জলাবদ্ধতায় আটকে চরম দুর্ভোগে পড়ে। ইসলাম হোসেনের ছেলে রুহুল আমিন জানান, ইয়াসিন আলীর পরিবার পানিতে আটকে পড়লেও আমাদের কাছে না এসে অন্যদের কাছে বলেছে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা জানান, কুমরী গ্রামের পূর্ব পাড়ায় ইয়াছিন আলীর পরিবারটি সাত দিন ধরে জলাবদ্ধতায় আটকে ছিল। ইসলাম হোসেনের আম বাগানের ড্রেন দিয়ে পানি নিষ্কাষনের ব্যবস্থা করে জলাবদ্ধতার সমস্যা নিরসন করা হয়েছে।