বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

পাটকেঘাটা বাজারের জরাজীর্ণ রাস্তাটি সংস্কার করলেন থানা পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৫:১১ অপরাহ্ণ

এস এম সোহাগ রানাঃ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটা বাজার দীর্ঘদিন যাবৎ সড়কগুলো জরাজীর্ণ ও ভাঙ্গা অবস্থায় থাকায় জনসাধারণের চলাচলে উপযোগী করতে অসচ্ছল রাস্তাটি সংস্কারে এগিয়ে আসলেন পাটকেলঘাটা থানা পুলিশ। মাহামারি করোনা ভাইরাসের মধ্যে দিয়ে তালা উপজেলা পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগে পাটকেলঘাটা বাজারে জরাজীর্ণ রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করলেন। পাটকেলঘাটা থানা পুলিশ ( ২৫ জুন ) বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে ও তদন্ত (ওসি)জেল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন রাস্তায় ইটের সলিং দিয়ে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করেছেন। গত কয়েকদিনের বৃষ্টিতে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন রাস্তা চলাচলের অনুপযোগি হয়ে পড়ে।

 

এ সকল কাজ স্থানীয় জনপ্রতিনিধিদের করার কথা থাকলেও তারা দেখেও না দেখার ভান করে থাকে এতে এলাকার সুশীল সমাজ জনপ্রতিনিধিদেরও অপ্রত্যাশিত জনপ্রতিনিধি বলে আখ্যায়িত করেন। পাটকেলঘাটা থানা পুলিশের এ ধরণের কাজকে স্বাগত জানিয়েছেন পাটকেলঘাটার সাধারণ জনতা ও পাটকেলঘাটা বাজার সমিতির নেতৃবৃন্দ। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদের বলেন যে পুলিশ জনগনের বন্ধু, সেবা দেয়াই পুলিশের কাজ আরো বলেন যে এই মহামারী কোন ভাইরাসের সময় আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন,, প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের হবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর