মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
নওয়াপাড়ায় আরও তিনজনের করোনা পজিটিভ শণাক্ত হয়েছে। আজ রোববার ১০ জনের নমুনা পরীক্ষায় এ তিনজনের পজিটিভ শণাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে। তবে অধিক পরিমানে নমুনা পরীক্ষা করতে পারলে এ সংখ্যা কয়েকগুনে বাড়বে বলে ধারনা সচেতন মহলের।
এদিকে নতুন তিনজনসহ উপজেলায় মোট করোনা অাক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১শ’ ৬ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছে ১৮ জন। করোনায় মৃত্যুবরন করেছেন দুইজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১ জন। নতুন অাক্রান্তরা হলো উপজেলার গোপিনাথপুর গ্রামের কেএম জামান( ফুলতলা উডজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক), জান্নাতুল মাওয়া স্টেশন বাজার (গৃহবধূ), রাবেয়া অাফরোজ ( রাজঘাট)।