বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে ইন্টারনেট ও মোবাইল কলরেটের ট্যাক্স কমানোর দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১২:৪৩ অপরাহ্ণ

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখা ও মানবসেবা হোমিও ফাউন্ডেশন নান্দাইলের আয়োজনে বর্তমান প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট বিল ও মোবাইল কলরেটের ট্যাক্স কমানোর দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত কাল বুধবার বিকালে নান্দাইল প্রেসক্লাব চত্বরের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে অত্র সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক এনামুল হক বাবুলের সঞ্চালনায় ২০২০-২০২১ বাজেটে প্রস্তাবিত রেট কমানোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মো. মঞ্জুরুল হক মঞ্জু, বিশিষ্ট কলামিস্ট ও মানবাধিকার সংগঠক মো. সাইদুর রহমান ও দৈনিক২৪ডটকমের নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান পারভেজ।

 

এছাড়া বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ কামরুজ্জামান রাসেল, সাংবাদিক আবুল হাসেম, রফিকুল ইসলাম রফিক, মো. শাহাব উদ্দিন ফকির, রমজান আলী, সহযোগী সদস্য ফরিদ উদ্দিন, মো. রফিকুল ইসলাম মোড়ল, মো. মঞ্জুরুল হক, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান ফকির প্রমুখ সহ বিভিন্ন পেশাজীবির সাধারন মানুষ এই দাবীর প্রতি সমর্থন জানান। উক্ত বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বৃহস্পতিবার স্মারক লিপি প্রদান করবেন। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করা হয়েছে ও কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ইন্টারনেটের বিকল্প নাই। তাই ইন্টারনেট বিল ও মোবাইল কলরেটের ট্যাক্স প্রত্যাহার করে ট্যাক্স আরো কমিয়ে আনার জন্য সরকারের নিকট জোর দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর