শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

ই-পেপার

গৌরনদীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরনে প্রশাসনের দিনভর অভিযান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২০, ৬:৩৩ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে শুরু থেকেই উপজেলা প্রশাসন, গৌরনদী নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতর গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, পিঙ্গলাকাঠি বাজার, নলচিড়া বাজার, ও সরিকল বাজার এলাকায় স্বাস্থ্যবিধি মনিটরিং করতে বুধবার দিনভর ধানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা। অভিযানকালে মাস্ক না পরে ঘোরাফেরা করার ফলে অবহেলাজনিত কার্যক্রমের মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন অপরাধ সংঘটনের জন্য দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা অনু্যায়ী ১০টি মামলায় ৭ জন ব্যক্তি ও ৩টি ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ৪১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং জরুরি প্রয়োজনে বাজারে আসা সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ করা হয়। অভিযানকালে বাজার আগত জনগণ মোবাইল কোর্ট অভিযানকে সাধুবাদ জানান এবং নিয়মিত এই ধরণের অভিযান পরিচালনা করতে বলেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে ও স্বাস্থ্যবিধি পরিপালনে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর