শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ তথাকথিত ১৪ মামলার আসামি নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ৮:৫৭ অপরাহ্ণ

এম এস শবনম শাহীন(ক্রাইম রিপোর্টার):

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা ও মাদকসহ ১৪ মামলার এক আসামি নিহত হয়েছে। টঙ্গীর পূর্ব থানাধীন টিএন্ডটি মাঠ এলাকায় সোমবার গভীর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান। নিহত জাহাঙ্গীর হোসেন পিঙ্কু (৪০) চাঁদপুরের ফরিদগঞ্জ থানার গোসাইর চর এলাকার আবু জাফরের ছেলে। পুলিশের ভাষ্য, পিঙ্কু ঢাকার মহাখালীর সাততলা বস্তি এলাকায় থেকে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। তার বিরুদ্ধে গুলশান, বনানীসহ রাজধানীর কয়েকটি থানায় ১৪টি মামলা রয়েছে। সম্প্রতি সে টঙ্গীতে অবস্থান করছিল।

 

কামরুজ্জামান বলেন, মাদক বিক্রেতারা মাদক ও অস্ত্রসহ ঘটনাস্থলে অবস্থান করছে গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে। “এক পর্যায়ে পিঙ্কুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, দুইটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও এক হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর