মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
করোনা উপসর্গ নিয়ে অভয়নগরে বিমল চক্রবর্তী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে তিনি মারা যান। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া জামানের নেতৃত্বে করোনা ইউনিট তার নমুনা সংগ্রহ করেছেন। আজ মঙ্গলববার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের বাড়ি উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামে। পরিবার সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভোগা অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চক্রবর্তীর গত দুই দিন যাবৎ জ্বর ও গায়ে ব্যাথা দেখা দেয়।
তিনি বাড়িতেই জ্বরের প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সন্ধ্যার পর হঠাৎ তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসা শুরু করার কিছু সময় পর তিনি মারা যান। এ নিয়ে অভয়নগরে করোনা উপসর্গে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটলো। যার মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।