মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
বিশ্বে মহামারী করোনার প্রভাবে অভিবাসীদের বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। প্রতিনিয়ত দেশে ফিরছে শত শত মানুষ। দেশে রেমিট্যোন্স ধসের শংকা দেখা দিচ্ছে। তবে প্রবাসীদের ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের যে রুপরেখা তা বাস্তবায়ন করার লক্ষে যশোরের অভয়নগরে নিরাপদ, নিয়মিত ও মানসম্মত অভিবাসন নিশ্চিত করার লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে সামাজিক দুরত্ব নিশ্চিত করে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় আরো বক্তব্য রাখেন, যশোর জেলা টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারের প্রিন্সিপ্যাল কাজী বরকতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভীন, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সহ-সভাপতি তপন কুমার মন্ডল, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমূখ।