আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
করোনার উপসর্গ নিয়ে জেলার গৌরনদী পৌর এলাকার ৯নং ওয়ার্ড পূর্ব কাছেমাবাদ মহল্লার লকডাউনকৃত নিজ বাড়িতে সোমবার দুপুরে গনি হাওলাদার ওরফে গণি চাঁপরাশী (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। স্থানীয় পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন জানান, ওই বাড়ির বাসিন্দা মুজাফ্ফর হাওলাদারের পুত্র মোঃ সুজন (৩০) অতিসম্প্রতি সময়ে কর্মস্থল ঢাকায় বসে করোনা পজেটিভ হয়। পরবর্তীতে সে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে এসে বাড়ির কাউকে কিছু না বলে অবাধে চলাফেরা করতে থাকে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে গত ১৪ জুন সুজনদের বাড়িসহ পাশ্ববর্তী পাঁচটি বাড়ি লকডাউন করেছে। সুজন বাড়িতে আসার তিনদিন পর তার চাচা গণি হাওলাদার জ্বরে আক্রান্ত হয়ে গোপনে নিজবাড়িতে বসে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে সোমবার দুপুরে মৃত্যুবরণ করেন। মৃত গনি হাওলাদারের নমুনা সংগ্রহের জন্য বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।