রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে থানা পুলিশের সহায়তায় স্বাস্থ্য বিধি না মেনে চলায় সাত পথচারী ও একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা। আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য রবিবার গৌরনদী বন্দর, বাসস্ট্যান্ড ও টরকী বন্দরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় স্বাস্থ্য বিধি না মানায় সাত পথচারী ও একটি কাপড়ের দোকানীকে ৩ হাজার ৭শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলঅর জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়। আদালত পরিচালনায় সহযোগীতা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের প থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।