আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ছোট্র একটি বাজার সংলগ্ন সাইনদহ গ্রাম। সেই সাইনদহ বাজার থেকে পাকার মাথার মাঝামাঝি রাস্তার বেশ কিছু জায়গা একটু বৃষ্টি হলেই জলবদ্ধতা হয়ে খানাখন্দায় পরিনত হয় । সেখানকার লোকজন চলাচল করতে গিয়ে ছোট বড় দূর্ঘটনাও ঘটেছে ইতিমধ্যে। কয়েকদিন আগে দৈনিক সকালের সময় এর সাংবাদিক আশরাফুজ্জামান সরকার ও তার সহকর্মীরা মোটরসাইকেল যোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে উক্ত স্থানে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।
অত্র এলাকার মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলেও রাস্তার মেরামত করাতে পারেননি। লোকজনের এই দুঃখ,দূর্দশা দেখে এগিয়ে এলেন পলাশবাড়ী পৌরসভার ঠিকাদারী প্রতিষ্ঠান তাজদীদ এন্টারপ্রাইজ এবং রওশন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম তিতাস ও হাবিবুর রহমান হাবিব।ব্যক্তিগত অর্থ দিয়ে শুরু করলেন মেরামতের কাজ। এলাকাবাসী তাদের এই মহতী উদ্যোগ দেখে আনন্দ প্রকাশ করেছেন।
এলাকাবাসীর মতামত তরুন প্রজন্মরা এভাবে এগিয়ে এলেই দেশ একদিন উন্নয়নের শিখড়ে পৌঁছে যাবে। এলাকাবাসীর মতে নতুন প্রজন্মের এহেন মহতী উদ্যোগ ও কর্মকান্ডে দূর্ভোগময় এলাকা সাইনদহের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে !