মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরের অভয়নগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ শ’ ছাড়িয়েছে। আজ শনিবার নতুন করে ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১শ’ ৩ জনে। এ ছাড়া আজ ৪ জনের পূণরায় দ্বিতীয়বার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের হাসপাতাল এবং বাড়িতে আইসোলেশনের ব্যাবস্থা করতে কাজ শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতাল সূত্রে জানাগেছে, নতুন করোনা আক্রান্তদের মধ্যে একজন ব্যাংক ম্যানেজার রয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির নাম হাজী আনিসুর রহমান আনিস। তার বাড়ি নওয়াপাড়া গ্রামের মদিনাবাগ।
নতুন আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার শমছুদ্দিন আহমেদ (৪১), বুইকারা এলাকার আকরামুজ্জামান (৫৮), সুপ্তি (১৪), তন্নি (৩০), আকলিমা (৩৮), আফিয়া (১০), আহনাফ (১১), নিঝুম (১৭), সামছুল আরেফিন (২৩), শংকরপাশা গ্রামের ফেরদৌসী আক্তার (৩০), সাবরিনা রহমান (২৫), সানজিদা রহমান (২০), পৌরসভার ৬ নং ওয়ার্ডের ফাতেমা খাতুন (০৪) ও নওয়াপাড়া গ্রামের তরিকুল ইসলাম (২৮)।