মোঃকামালহোসেন অভয়নগর যশোর:
অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যয়বহুল আধুনিক চিকিৎসা সামগ্রী দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে এসব চিকিৎসা সামগ্রী বুঝিয়ে দেয়া হয়।
যার মধ্যে রয়েছে- একটি পোর্টেবল অক্সিজেন কন্সেন্ট্রেটর, একটি পাল্স অক্সিমিটার, একটি নেবুলাইজার ও পিপিই।
জানা গেছে, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। জোন ভিত্তিক এলাকায় চলছে লকডাউন। আর এই আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কিছু ব্যয়বহুল আধুনিক চিকিৎসা সামগ্রীর জরুরী প্রয়োজন হয়ে পড়ে সরকারি হাসপাতালে। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় একাজে সহযোগিতা করেন, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, প্রকৌশলী হাসানুজ্জামান খান কাজল, সৈয়দ আহমেদ, মুরাদুল ইসলাম, নাকিবা আনকিতা, আপিব আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এড. রওশন কবীর টুটুল প্রমুখ।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, শ্বাসকষ্ট সহ করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগী ও অন্যান্য রোগীদের জন্য এই সামগ্রীগুলো প্রচুর উপকারে আসবে। অক্সিজেনের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।