ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে রাকিব আল হাসান হামিম (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুরে এই ঘটনা ঘটে।
মৃত হামিম উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের রফিকুল ইসলাম(রবির)ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো.ইলিয়াস কাঞ্চন জানান, হামিম দুপুরে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের চরে ঘাস কাটছিল।
হঠাৎ বৃষ্টি শুরু হলে সে ঘাসের খাঁচা মাথায় নিয়ে বাড়ির উদ্দ্যেশে আসছিল । এসময় প্রচণ্ড শব্দে হঠাৎ বজ্রপাত হলে লক্ষিপুর মসজিদের পিছনে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে । পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান , বজ্রপাতে নিহতের সংবাদ পাই নি।
#চলনবিলের আলো / আপন