এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৯ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শুরুতে এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালা।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা নাসের চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজার রহমান,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ।
বক্তাগণ, তরুণদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বারোপ করা প্রয়োজন, শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের ব্যাপারে অগ্রাধিকার, প্রশিক্ষিত বেকারদের ক্ষেত্রে ব্যাংক ঋণ সহজিকরণ, ধর্মীয় অনুশাসন এবং সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে তরুণদের মানবিক গুণ সম্পন্ন স্বনির্ভর মানুষ তৈরির প্রতি গুরুত্বারোপ করেন।