টাঙ্গাইলের গোপালপুরে সকালবেলা হাঁটতে গিয়ে খন্দকার আব্দুল মান্নান ওরফে ফালু মুন্সি নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে পৌরশহরের ভূয়ারপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার রামদেববাড়ী এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি গোপালপুর বাজারের গেঞ্জির ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, নিহত আব্দুল মান্নান ফজর নামাজ পড়ে ভোরে গোপালপুর ভায়া নবগ্রাম সড়কে হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে পৌরশহরের ভূয়ারপাড়া ব্রীজের কাছে আসা মাত্র দ্রæত গতির এক মটর সাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে বিকেলে স্বজনদের সহযোগিতায় রামদেববাড়ী ঈদগাঁ মাঠে জানাজা নামাজ শেষে কবরস্থানে তার লাশ দাফন করা হয়।