ময়মসিংহের নান্দাইলে ইজিবাইক উল্টে মুজাহিদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু মুজাহিদ উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের খানপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডষ্টোর মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আয়নাল হকের পরিবারটি দরিদ্র পরিবার তার শিশু পু্র যত্ন প্রকল্পের আওতায় টাকা পায়। আজ জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আলিয়া মাদ্রাসায় টাকা বিতরণ চলছে। সেই টাকা উঠানোর জন্য ইজিবাইকে করে তার মায়ের সাথে সেখানে যাচ্ছিল।
ইজিবাইকটি সিডষ্টোর নামক মোড়ে পৌঁছে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণ রুপে উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে সে মাথায় মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়।উপস্থিত জনতা দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
#চলনবিলের আলো / আপন