ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় কোচ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত।
২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রুহিয়া থানার রুহিয়া সালেহা মাদ্রাসা দোমোরকি কবরস্থান সংলগ্ন স্থানে আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কে ঢাকা গামী নাইট কোচ তাজ পরিবহনের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলেটি দুমড়ে মুচরে যায় এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।
আহত হলেন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামের মৃত নেছার উদ্দিন ছেলে সুলতান আলম (নেকা) (৫৭) অপরজন ঘনিমহেশপুর অলিমপাড়া গ্ৰামের মৃত বশিরুল ইসলামের ছেলে দবিরুল (৬০)
পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরন করে। পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল রুহিয়া থেকে দুইজন আটোয়ারী দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি নাইট কোচ ঠাকুরগাঁও যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং তাজ পরিবহন কোচটি বর্তমানে রুহিয়া থানার হেফাজতে রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়।
#চলনবিলের আলো / আপন