জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর রামনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বী হাওলাদার (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিদ্যুতের সংযোগ বন্ধ না করে খুঁটিতে উঠে কাজ করার সময় হঠাৎ করেই রাব্বী হাওলাদার বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাকে (রাব্বী) তারে ঝুঁলতে দেখে অন্যরা ডাকচিৎকার শুরু করে। তবে সেখান থেকে তাকে উদ্ধারের আগেই সে মাটিতে পরে যায়। পরে রাব্বীকে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
#চলনবিলের আলো / আপন