সাপ্তাহিক মাতামুহুরী পত্রিকার ২০ তম বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার ০১ সেপ্টেম্বর বিকেল চারটায় চকরিয়া পৌর শহরের অভিজাত রেস্তোরাঁ গ্রীণ চিলিতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাপ্তাহিক মাতামুহুরী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট লুৎফুল কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, পৌরসভা কৃষক লীগের সভাপতি সুুলাল কান্তি সুশীল, প্রেসক্লাবের সাবেক দুইবারের সভাপতি আবদুল মজিদ, কক্সবাজার-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ শামসুল আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক থানা জাতীয় পার্টির সভাপতি এস এম জামাল উদ্দিন, সাপ্তাহিক মাতামুহুরীর নির্বাহী সম্পাদক ও ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ঢাকাস্থ চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ফয়জুল কবির, প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়াউদ্দিন ফারুক, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন, ইলিয়াস আরমান, সাংবাদিক অলি উল্লাহ রনি, তরুণ লেখক তানভীর মোরশেদ তামিম প্রমূখ বক্তব্য রাখেন।
#চলনবিলের আলো / আপন