রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

ই-পেপার

ইসলাম উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান – মাওলানা শামীম আহমেদ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতে ফিরে এসেছে শোকের মাস আগস্ট। আল্লাহর শুকরিয়া বঙ্গবন্ধুর মতো একজন অসাধারণ নেতা আমরা পেয়েছিলাম। তিনি স্বাধীন সোনার বাংলাদেশের মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ নামে একটি নতুন দেশের নতুন মানচিত্রের অমর রূপকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ইসলাম ধর্মের অনুসারী সহজ-সরল উদার মানবিক চেতনার অধিকারী মনেপ্রাণে একজন খাঁটি মুসলমান। তাঁর পূর্বপুরুষ শেখ আউয়াল ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত বায়েজিদ বোস্তামি (রহ.)-এর শিষ্যত্ব গ্রহণ করে তাঁর সঙ্গে ভারতীয় উপমহাদেশে আসেন প্রথম। পরে তাঁরই উত্তরপুরুষরা বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বসতি স্থাপন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু হচ্ছেন ইসলাম ধর্ম প্রচারক শেখ আউয়ালের সপ্তম বংশধর। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ছিলেন একজন সুফি চরিত্রের অধিকারী অন্যতম ধর্মপ্রাণ মুসলমান এবং ইসলামের প্রচার ও প্রসারের অন্যতম একজন ধারক। বঙ্গবন্ধু কখনো ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বেতার ভাষণে বলেছেন, আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে আমরা ইসলামে বিশ্বাসী নই, এ কথার জবাবে আমাদের সুস্পষ্ট বক্তব্য আমরা লেবাসসর্বস্ব ইসলামে বিশ্বাসী নই।

আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে। মাতৃভূমি প্রিয় বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে তিনি ছিলেন সদাসচেষ্ট ন্যায়বান রাষ্ট্রপ্রধান। তিনি তাঁর শাসনামলে ইসলামের প্রচার ও প্রসারে যে অসামান্য অবদান রেখেছেন তা মুসলিম বিশ্বে বিরল।

ইসলাম ধর্ম প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদানসমূহ : ১. বঙ্গবন্ধু ছিলেন ইসলামপ্রিয় আউলিয়াভক্ত। ১৯৭৪ সালে তিনি ইরাকের বাগদাদে বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর মাজার জিয়ারত করেন। ২. ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা : স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলাম প্রচার, প্রসার এবং গবেষণার জন্য সরকারিভাবে ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ২৮ মার্চ প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বর্তমানে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাচ্ছে। ৩. মাদরাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন : ইসলামী আকিদাভিত্তিক জীবন গঠন ও দীনি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু মাদরাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর