পাবনার আটঘরিয়া উপজেলায় ‘জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান’ অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রনির হাতে সম্মাননা তুলে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংবাদ সম্মেলন করেছেন আটঘরিয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে আটঘরিয়ার দেবোত্তরস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজহার আলী খান। তিনি অভিযোগ করেন, গত ৬ আগস্ট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের বীরদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
কিন্তু সেখানে দেবোত্তর ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রনির হাতে ওই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যিনি নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতা বলে তারা দাবি করেন।
এছাড়াও অভিযোগ করা হয়, উক্ত অনুষ্ঠানে বিএনপি কিংবা তাদের কোনো অঙ্গসংগঠনের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।
অথচ পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির নকিবুল্লাহসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিচালনা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ এবং প্রশাসনের নির্লিপ্ততায় তারা হতাশ।
বক্তারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত চক্রান্তের অংশ, যেখানে স্বাধীনতার পক্ষের শক্তিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
বক্তারা আরও দাবি করেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্ত ও বিচারের আওতায় না আনা হলে, তারা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আন্দোলনে যেতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা আশরাফুল আলম, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম খান, পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন প্রমুখ।