রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

জুলাই শহীদদের মাগফিরাত কামনায় নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম.এ. মান্নান এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী। এতে উপজেলা ও ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. এম.এ. মান্নান বলেন,জুলাইয়ের শহীদরা দেশের জন্য যে স্বপ্ন ও আদর্শ বুকে ধারণ করে জীবন উৎসর্গ করেছেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিবাদের সকল চিহ্ন এই দেশ থেকে মুছে ফেলতে হবে।
তিনি আরও বলেন, শহীদদের ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তারা যে ত্যাগ করেছেন, তা আমাদের জন্য প্রেরণার উৎস। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে, তাদের মাঝে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা গড়ে তুলতে হবে। শহীদদের দেখানো পথে, আদর্শে আমাদের সংগ্রামকে আরও বেগবান করতে হবে। দোয়া ও স্মৃতিচারণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে নিতে হবে।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার শান্তি কামনা ও জুলাই আন্দোলনে তাদের অবদানের স্মৃতিচারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর