শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

বিক্রির জন্য রাখা ছিল মেয়াদোত্তীর্ণ ওষুধ, রামগড়ে ফার্মেসিকে জরিমানা

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল বাজারে একটি ফার্মেসিতে বহু বছর আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

শুক্রবার (৮ আগস্ট)  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইপুল বাজারের “জননী মেডিকেল হল” নামের একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। পরিদর্শনে দেখা যায়, দোকানের তাকজুড়ে মজুত রয়েছে ২০১৮, ২০২০, ২০২২ ও ২০২৩ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া বিপুল পরিমাণ ওষুধ। এগুলোর মধ্যে অনেক প্যাকেট বহু আগেই বিক্রির অযোগ্য হয়ে পড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ফার্মেসির স্বত্বাধিকারী নুর হোসেন সোহাগকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ওষুধ নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ সব ওষুধ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, ওষুধ জীবন রক্ষাকারী উপাদান। কিন্তু মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের ফলে শারীরিক জটিলতা, অঙ্গ-প্রতঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা প্রকাশ্যে বিষ বিক্রির মতো অপরাধ। এর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর